বিনোদন Blog Business দেশের খবর ফ্যাশন

শিল্পা ঘুমিয়ে পড়লে পার্টি করতেন শ্যালিকা শমিতা শেট্টির সঙ্গে! বেফাঁস মন্তব্য করে বিপাকে রাজ কুন্দ্রা।

বিউরোঃ যত দিন যাচ্ছে, ততই যেন আগুনের মতো ছড়াচ্ছে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার খবর। পর্ন ছবি তৈরির অভিযোগে গ্রেফতারের ৭ দিন পেরিয়ে গেলেও এখনও পুলিশি হেফাজতেই আছেন রাজ। আগামী ২৭ জুলাই অবধি তিনি থাকবেন সেখানেই। শোনা যাচ্ছে, ফের বাড়ানো হতে পারে রাজের পুলিশি হেফাজতে থাকার মেয়াদ। কেননা একের পর এক তথ্য আসছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি রাজকে সঙ্গে নিয়ে তাঁর অফিসে গিয়েছিলেন তদন্তকারী অফিসাররা। সেখান থেকে একটা লুকনো আলমারি আর সার্ভার উদ্ধার হয়েছে। যেখান থেকে সম্প্রতি কিছু ডেটা মুছে ফেলা হয়েছে। কিন্তু তা উদ্ধার করার চেষ্টা করছেন ফরেনসিক অফিসাররা।

জামাইবাবুর নাম পর্ন-কাণ্ডে জড়ানোর পর থেকে বাঁচতে পারেননি শমিতা শেট্টি। পুলিশের পক্ষ থেকে তাঁকে এখনও জিজ্ঞাসাবাদ করা না হলেও, বারবার উঠে আসছে তাঁর নাম। গহেনা বশিষ্ঠ দাবি করেছিলেন, শমিতাকে নিয়ে ছবি বানানোর ইচ্ছে ছিল রাজের। আর তারপরই শ্যালিকার দিকেও রাজের নজর ছিল– এই মর্মে একাধিক ভিডিয়ো ভাইরাল হতে থাকে। তারপরেই রাজের ‘দ্য কপিল শর্মা’ শোয়ে গিয়ে করা মজার ছলে একটি মন্তব্য ঘিরেও তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। যেখানে রাজ জানিয়েছিলেন, শিল্পার থেকে বেশি তিনি শমিতার সঙ্গে পার্টি করেন।

আসলে বলিউডের অভ্যন্তরে সকলেই জানেন শিল্পা ঘড়ির কাঁটা ধরে সমস্ত কাজ করতে ভালোবাসেন। সময়ে ঘুম থেকে ওঠেন, খাবার খান, শরীরচর্চা করেন আবার ঘুমোতেও যান। এমনকী, বলিউডে রাত জেগে পার্টি করা তারকাদের দলে কখনোই দেখা মেলেনা শিল্পার। সে প্রসঙ্গেই কপিল শর্মার প্রশ্নের উত্তরে মজার ছলে রাজ জানিয়েছিলেন, ‘শিল্পা ৭টায় খাবার খেয়ে রাত ৯টার মধ্যে বই পড়ে ঘুমিয়ে পড়ে। আর তারপর আমি পার্টি করতে হলে সোজা ফোন লাগাই শমিতাকে। আমরা দু’জনেই পার্টি করতে ভালোবাসি। এই কারণেই তো ওকে বিয়ের জন্য আমি এখনও জোর করছি না।’ একথা শুনে শিল্পা আর শমিতা দু’জনেই হেসে ওঠেন।

কিন্তু রাজের করা এই মন্তব্য নিয়েই এখন নিন্দার ঝড়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো ক্লিপ। শ্যালিকার দিকে কেন এরকম নজর ছিল তাঁর, বউয়ের উপস্থিতিতে কেন পার্টি করতেন থেকে শুরু করে একাধিক কুরুচিকর মন্তব্যে ভরে গিয়েছে সেসব ভিডিয়ো। শিল্পার ‘হাঙ্গামা ২’ মুক্তির আগে সোশ্যাল মিডিয়ায় দিদির পাশে থাকার বার্তা দিয়েও ট্রোলড হয়েছিলেন শমিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *