দ্রব্য মুল্য বৃদ্ধি সহ পেট্রল,ডিজেল এবং রান্নার গ্যাসের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির প্রতিবাদে এক অবস্থান বিক্ষোভে সামিল হলেন ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের তৃনমুল যুব কংগ্রেস নেতৃত্ব। এদিন সরিষার এক পেট্রল পাম্পের সামনে এই অবস্থান প্রতিবাদ বিক্ষোভে উপস্থিত ছিলেন ডায়মন হারবার দু’নম্বর ব্লকের সভাপতি অনুময় গায়েন, ডায়মন্ড হারবার সরিষার অঞ্চলের অবজারভার শামীম আহমেদ, এর পাশাপাশি কেন্দ্রের অমিত সাহ এবং মোদিজিকে এই দ্রব্য মুল্য বৃদ্ধি সহ অন্যন জিনিষ পত্রের জন্য দায়ী করেন।এছাড়া এদিন তৃনমুল যুব কর্মীরা পেট্রল পাম্পে আসা গ্রাহকদের কাছ থেকে তাদের সাক্ষর গ্রহন করেন।অবিলম্বে পেট্রল ও ডিজেলের দাম কমিয়ে ৫০ টাকায় নিয়ে আসা হোক।এদিন ইন্ডিয়া বিগেস্ট পাপ্পু নামে একটি গেঞ্জি পরে তৃনমুল যুবরা অমিত সাহকে কটাক্ষ করেন। তাদের দাবী না মানলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন।
