বিনোদন

‘শয়তানের থেকে মুক্তিই হল আসল স্বাধীনতা’ , নুসরাতের সঙ্গে ‘বিয়ে ‘বাতিলের পর বিস্ফোরক পোস্ট নিখিলের !

বিউরো ঃ- বিচ্ছেদ আগেই হয়েছিল। বুধবার আইনিভাবে নুসরত জাহানের (Nusrat Jahan) সঙ্গে নিখিল জৈনের (Nikhil Jain) সমস্তরকম সম্পর্ক ছিন্ন হল। ঘোষণার পরই সেলিব্রেশনে মাতেন নিখিল। জন্মদিনের সেই সেলিব্রেশনের মাঝেই আবার ছবি পোস্ট লেখেন, “শয়তানের হাত থেকে মুক্তিই হল আসল স্বাধীনতা।”

২০১৯ সালে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন নুসরত ও নিখিল (Nusrat-Nikhil)। তাঁদের বিয়ের অনুষ্ঠান ছিল দেখার মতো। বিয়ের পর প্রথম প্রথম বোঝাই যায়নি নিখিলের সঙ্গে নুসরতের সম্পর্ক তিক্ত হতে পারে। দুর্গাপুজোয় নিখিলকে পাশে নিয়ে সিঁদুরও খেলেছিলেন নুসরত। কিন্তু বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই সম্পর্কে ভাঙন। দু’জনই আলাদা থাকতে শুরু করেন।

এর মধ্যেই নুসরত বিজ্ঞপ্তি জারি করে জানান, তুরস্কে হওয়া তাঁর ও নিখিলের ডেস্টিনেশন ওয়েডিং ভারতে বৈধ নয়। সুতরাং নিখিল জৈন তাঁর স্বামী নন। তাঁরা কেবল লিভ-ইন সম্পর্কে ছিলেন।  নুসরতের বিবৃতির পালটায় নিখিল অভিযোগ করেন, বার বার বলা সত্ত্বেও নুসরত ম্যারেজ রেজিস্ট্রেশন করতে চাননি। বিষয়টি আদালতে গড়ায়। জানা যায়, আলিপুর আদালতে উঠেছে নুসরত-নিখিলের অ্যানালমেন্টের মামলা।

অ্যানালমেন্টের এই মামলার রায় বুধবার দেয় আদালত। নুসরত-নিখিলের বিয়ে বাতিল  এরপরই ইনস্টাগ্রামে জন্মদিনের সেলিব্রেশনের ছবি আপলোড করে নিখিল।এই ছবির ক্যাপশনেই লেখেন, “অসৎ সঙ্গে থেকে কুকর্ম করার স্বাধীনতা মুক্তিনয়, শয়তানের হাত থেকে মুক্তিই হল আসল স্বাধীনতা। আমার এই জন্মদিনটাকে সেরা করে তোলার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সেরা পাওনা!”এদিকে নুসরত এখন নিজের ‘ইশক উইথ নুসরত’ শো নিয়ে ব্যস্ত। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় এখন সেই সংক্রান্ত পোস্ট। ইতিমধ্যেই মদন মিত্র, তনুশ্রী চক্রবর্তীর মতো তারকা নুসরতের চ্যাট শোয়ে অতিথি হিসেবে এসেছেন। শোনা গিয়েছে, সেখানে অতিথি হিসেবে নুসরতের কাছের মানুষ যশ দাশগুপ্তও (Yash Dasgupta) আসতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *