বিনোদন

লেন্সের বক্স ঠাসা মাদকদ্রব্য, স্যানিটারি প্যাড অন্তর্বাসে ও ওষুধের বক্সে ড্রাগ নিতেন, স্বীকার করলেন আরিয়ান খান !!

  1.  বিউরো ঃ- প্রমোদতরীতে বন্ধু-বান্ধবীদের সঙ্গে মৌজ করে মাদক সেবন করছিলেন এ কথা নিজের মুখেই স্বীকার করেছেন বলি-বাদশা শাহরুখ-পুত্র আরিয়ান খান (আর‍্যান Khan)। তার লেন্সের বক্সে ঠাসা ছিল মাদক। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) অফিসারদের হাতে এসেছে আরিয়ানের সেই লেন্স বক্স।অফিসাররা বলছেন, মাদক লুকনোর আরও অনেক ফন্দি বের করেছিল সুপারস্টার-তনয়। তাঁর বান্ধবীবের স্যানিটারি প্যাড, ওষুধের বাক্সেও মাদক পাওয়া গেছে। এনসিবি-র তদন্তকারীরা বলছেন, নিজের লেন্সের বক্সে মাদক রাখত আরিয়ান। জেরায় এ কথা নিজেই স্বীকার করেছে। অনুমান বন্ধুদের সঙ্গে পার্টি বা বিলাসবহুল ট্রিপে যাওয়ার সময় এই লেন্সের বক্স সবসময় থাকত তাঁর কাছে। আরিয়ানের মতো তরুণদের মাদক সেবনের প্রতি আসক্তি দেখে হতবাক নারকোটিক্সের অফিসাররা। তাঁরা জানিয়েছেন, মাদক লুকিয়ে নিয়ে যাওয়ার নানা কৌশল আয়ত্ত করেছিল এই তরুণ-তরুণীরা। কখনও লেন্স বা চশমার বাক্স, ওষুধের বাক্স এমনকি মহিলাদের স্যানিটারি প্যাডের মধ্যে থেকেও মাদক পাওয়া গেছে। নিজেদের অন্তর্বাসের সেলাইয়ের মধ্যে মাদক লুকিয়ে নিয়ে যেত বলেও প্রমাণ মিলেছে। মাদকে কেনাবেচা যে চলত তা শাহরুখ-পুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেও স্পষ্ট। বন্ধুদের সঙ্গে তার গ্রুপ চ্যাটে বহুবার মাদকের প্রসঙ্গ উঠে এসেছে। তদন্তকারীরা বলছেন, আরিয়ান ও তার বন্ধুদের কাছ থেকে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি পিল (এমডিএমএ) ও ৫ গ্রাম এমডি ও নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা পাওয়া গেছে। এত মাদক কীভাবে ও কোথা থেকে এল তার তদন্ত করছে এনসিবি। মাদক পাচার ও মাদকের কারবারিদের খোঁজে মুম্বই জুড়েই তল্লাশি চলছে। বলিউডের একাধিক তারকা, প্রযোজক, পরিচালকের নাম জড়িয়েছে মাদক-কাণ্ডে। সেই তালিকায় এবার উঠে এসেছে শাহরুখ-পুত্রের নামও। গোয়াগামী প্রমোদতরীতে তল্লাশি চালিয়ে রবিবারই আট জনকে গ্রেফতার করেছে এনসিবি। তাদের মধ্যে রয়েছে আরিয়ান খানও। ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে আরিয়ান ও তার দুই বন্ধু মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চেন্টকে। আজ তাদের মুম্বই আদালতে পেশ করা হবে। ৪ অক্টোবর অর্থাত্‍ সোমবার পর্যন্ত এই তিনজনেই এনসিবি হেফাজতে থাকবে। আরিয়ানকে নিষিদ্ধ মাদক রোধ আইনের ৮ (সি), ২০ (বি), ২৭ ও ৩৫ ধারা প্রয়োগ করেছে এনসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *