আজ মহালয়া পিতৃপক্ষ শেষ মাতৃপক্ষ শুরু । রায়চক গঙ্গা ঘাটে ভক্তদের উপচে পড়া ভিড় প্রশাসনের পক্ষ থেকে সুরক্ষা ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে গত দু’বছর করোনার জন্য অনেকেই আসতে পারিনি গঙ্গায় তাই এ বছর বাঁধন ছেড়া ভিড় গঙ্গার ঘাট গুলোতে পুরুষদের পাশাপাশি মহিলাও আসছে পূর্বপুরুষদের আত্মার শান্তি এবং অন্য জল দিতে। রায়চক গঙ্গা ঘাটে প্রশাসনের পাশাপাশি পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লক সভাপতি অরুণ গায়েন, বিধায়ক পান্নালাল হালদার, ব্লক যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন, সরিষা অঞ্চলের অবজারভার শামীম আহমেদ। এদিন শামীম আহমেদ আগত পুণ্যার্থীদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। তিনি আরো বলেন বিগত দুবছর কভিড এর জন্য মানুষ বাড়ির বাইরে বের হতে পারছিলেন না, এই বছর কোভিড এর বাধা-নিষেধ না মানুষের উপচে পড়া ভীড় রয়েছে বলে জানান।
