বিউরোঃ রাধামোহনপুরে মহিলা তৃণমূল কর্মীদের নিয়ে মহিলা কর্মীসভা অনুষ্ঠিত হলো ।
বছর পেরোলেই পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে ময়দানে নেমে জোর কদমে নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছেন । সে মতোই সোনামুখী ব্লকের রাধামোহনপুরে মহিলা তৃণমূল কর্মীদের নিয়ে মহিলা কর্মী সভা করল সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই মহিলা কর্মীসভা তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠনকে আরো বেশি মজবুত করবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ । রাধামোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ ঘোষের উদ্যোগে এই কর্মীসভার আয়োজন করা হয়েছিল । যেখানে উপস্থিত ছিলেন সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় , রাধামোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ ঘোষ , সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা বিষ্ণুপুর সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসি এর সভাপতি সোমনাথ মুখার্জি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা । রাধামোহনপুর পঞ্চায়েতের প্রতিটি সংসদ থেকেই মহিলা তৃণমূল কর্মীরা এই কর্মীসভায় অংশগ্রহণ করেন । যা পঞ্চায়েত নির্বাচনের আগে মহিলা তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠনকে যেমন মজবুত হবে তেমনি তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনবল আরো বেশি চাঙ্গা করবে তা আর বলার অপেক্ষা রাখে না । পঞ্চায়েত নির্বাচনের আগে দেবাশীষ ঘোষের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মীসভা দলীয় সংগঠনকে আরো বেশি মজবুত করলো বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ।
রাধামোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ ঘোষ এ বিষয়ের সাংবাদিকদের মুখোমুখী হয়ে জানান , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সর্বদাই রাধামোহনপুর পঞ্চায়েত এলাকার মহিলারা রয়েছেন । মুখ্যমন্ত্রীর উন্নয়নের প্রতি শামিল হয়ে এদিনের কর্মীসভায় মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা অংশগ্রহণ করেছেন বলে জানান তিনি ।