বিউরো ঃ- নিজের আত্মজীবনী নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী নীনা গুপ্তা। এক বার নয়, বারংবার যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে।
যৌন নির্যাতনের শিকার! বিস্ফোরক মন্তব্য নীনা গুপ্তা। অভিনেত্রীর আত্মজীবনী ‘সাচ কাহুন তো’তে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।
তাঁর লেখায়, ‘চোখ পরীক্ষা করতে এক চিকিত্সকের কাছে যাই। এরপর এমন সব জায়গায় পরীক্ষানিরীক্ষা চালাতে থাকে যার সঙ্গে চোখের কোনও সম্পর্ক নেই। আমি জড় পদার্থের মতো বসে ছিলাম। বাড়ি ফিরে এক কোনায় বসে কেঁদেছিলাম।’ মা’কে বলতে না পারার কারণ হিসেবে নীনা বলেন, ‘মনে হয়েছিল মা বলবে দোষ আমার। আমি হয়ত এমন কিছু করেছি যে কারণে সেই ব্যক্তি এমন কাজ করার সাহস পেয়েছে। একবার নয়, বহুবার বিভিন্ন ডাক্তারের কাছে এমন অবস্থার সম্মুখীন হতে হয়েছে আমাকে।’
এখানেই শেষ নয়, ১৬ বছর বয়সে ঠিক একই ঘটনার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। এক দর্জির হাতেও যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন নীনা গুপ্তা। তিনি লিখেছেন, ‘মেজারমেন্ট নেওয়ার সময় শরীরে এমন ভাবে হাত দিত খুব ভয় করত, খারাপ লাগত। কিন্তু বার বার ওখানেই ফিরে যেতে হত। মনে হত আমার কাছে কোনও চয়েস নেই। মাকে যদি বলতাম যে টেলারের কাছে আমি যেতে চাই না, তাহলে উনি আমাকে কারণ জিজ্ঞাসা করতেন, এবং তখন আমাকে এই সব ঘটনার কথা বলতে হত।’