মোদীর দ্বারা উদ্বোধন হওয়া এক্সপ্রেসওয়ে তৈরির সময় ভয়াবহ দুর্ঘটনা! গার্ডার মেশিন ভেঙে ১৪ শ্রমিকের মৃত্যু।
মহারাষ্ট্রে সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে তৈরির সময় ভয়াবহ দুর্ঘটনা। একটি গার্ডার মেশিন ভেঙে শ্রমিকদের ওপরে পড়তে ঘটনাস্থলেই ১৪ জন শ্রমিকের মৃত্যু হয়। ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।যে মেশিনটি ভেঙে পড়েছে,তা হল মোবাইল গ্যান্ট্রি ক্রেন। এটি হাইওয়ে ও হাইস্পিড রেল সেতু তৈরির সময় প্রিকাস্ট বক্স গার্ডার ইনস্টল করতে ব্যবহার করা হয়ে থাকে। মঙ্গলবার ভোরে শাহপুর তহশিলের সরলামবে গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার পরেই সেখানে যায় দমকলের কর্মী,বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী ও আধিকারিক। তবে এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। এই এক্সপ্রেসওয়ে তৈরি করছে মহারাষ্ট্র সড়ক উন্নয়ন কর্পোরেশন।প্রথম ধাপে নাগপুরকে মন্দির শহর শিরডির সঙ্গে সংযুক্ত করেছে। ২০২২-এর ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করেন। এর আগে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছিসেন এক্সপ্রেসওয়ের তৃতীয় তথা শেষ ধাপতি এই বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে।