স্বাধীনতার ৭৫ তম বর্ষ পূর্তি ও তেভাগা আন্দোলনের ৭৫ তম বর্ষ পূর্তিতে সংবিধান, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র রক্ষার দাবিতে এবং মূল্যবৃদ্ধি ও সীমাহীন দূর্নীতি প্রতিবাদে সি পি আই এম একতারা ১ ও ২ শাখা উস্থি ঘটকপুর দেউলা মোড়ে রবিবার বিকালে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করে সি পি আই এম।
গত কয়েকবছর ধরে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া সেই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে নানান দূর্নীতি অভিযোগ উঠছে বারে বারে। মূল্য বৃদ্ধি ও রাজ্য সরকারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে সারা রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় বিক্ষোভ সমাবেশ করছে সি পি আই এম কর্মী সমর্থকরা। সেই সঙ্গে রবিবার বিকাল ঘটকপুর দেউলা মোড়ে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করে সি পি আই এম। সভায় উপস্থিত সি পি আই এমর নেতৃত্বরা রাজ্য সরকারের বিরুদ্ধে দূর্নীতি অভিযোগ তুলে কড়া ভাষায় সমালোচনা করেন। বিশেষ করে বর্তমানে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্রোপাধ্যায় ও বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল জেল হেফাজতে তাদেরকে কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি রাজ্য সরকারকে দূর্নীতি অভিযোগে কড়া ভাষায় আক্রমণ করে।
সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি সহ সি পি আই এমের রাজ্য ও জেলা নেতৃত্বরা।