Sunny Leone caught the new look in the Maldives, which easily captivated her fans
ফ্যাশন বিনোদন

মালদ্বীপে নয়া লুকে ধরা দিলেন সানি লিওনি, যা সহজেই মন কেড়েছে তার অনুরাগিদের

বিউরো, ডেস্কঃ- গত কয়েকদিন ধরেই সপরিবার মালদ্বীপে ছুটি কাঁটাছেন সানি লিওনি। সি বিচে ফটো শুট থেকে শুরু করে ম্যাকাও পাখির সাথে খুনসুটি, অভিনেত্রীর টুইটার অ্যাকাউণ্টে নজর রাখলেই মিলছে প্রতিটি মুহূর্তের আপডেট। তবে এবার একটু  অন্যরকম ভাবে ধরা দিলেন সানি।

Sunny Leone caught the new look in the Maldives, which easily captivated her fans
Sunny Leone caught the new look in the Maldives, which easily captivated her fans

গতকাল ম্যাকাও পাখির সাথে ফটো আপলোড করার পর আজ রামধনুর মেজাজে ধরা দিলেন এই অভিনেত্রী। আজ দুপুর ২ টো বেজে ৪০ মিনিট নাগাদ মালদ্বীপ থেকে নিজের টুইটার অ্যাকাউন্টে বেশ কিছু ছবি আপলোড করেন বলিউড জগতের এই জনপ্রিয় তারকা।

দেখে মনে হবে যেন মালদ্বীপের সিবিচে রামধনু হিসেবে ধরা দিয়েছেন বলি পাড়ার এই অভিনেত্রী ।তার সাথে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘দ্বীপে ঘুরে বেড়ানোর আদর্শ পোশাক।” দিন কয়েক আগেই স্বামী ড্যানয়েলের সঙ্গে নৈশভোজের একটি ভিডিয়োও আপলোড করে ছিলেন তিনি যা সহজেই জনপ্রিয়তা পেয়েছিল নেটিজেনদের কাছে। আর এবার তার নয়া ফটোশুটে মন মজেছে অনুরাগীদের।

Sunny Leone caught the new look in the Maldives, which easily captivated her fans
Sunny Leone caught the new look in the Maldives, which easily captivated her fans

আপলোড করা ফটোতে গোড়ালি অব্দি ঝোলানো রামধনু রঙের একটি স্লিভলেস পোশাক পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সানি লিওনি কে । সেইসঙ্গে তাঁর চোখ-মুখ উপচে পড়ছে হাসির ঝলক। পাশাপাশি তার ছবির পিছনে দেখা গিয়েছে  খোলা আকাশ ও সমুদ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *