নাজির সেখ, ডায়মন্ড হারবারঃ দীর্ঘ দুই বছর লকডাউন এর কারণে বন্ধ হয়ে গিয়েছিল স্বাভাবিক পঠন-পাঠন ব্যবস্থা। করোনা পরিস্তিতি স্বাভাবিক হতেই আবার শুরু হল আগের মতন পড়াশোনা। খুলেছে স্কুল কলেজ। করোনার জন্য গতো বছর বন্ধ ছিলো মাধ্যমিক পরিক্ষা, নবম শ্রেণির নাম্বারের ভিত্তিতে দেওয়া হয়েছিলো মার্কসিট। করোনা পরিস্তিতি স্বাভাবিক হতেই আবার স্কুল কলেজ খোলার পাশাপাশি এই বছর মাধ্যমিক পরিক্ষারও ব্যাবস্থা করে পর্ষদ। সেই নিয়ম মত বিভিন্ন স্কুলে খোলা হয় পরিক্ষা কেন্দ্র। ডায়মন্ড হারবার পারুলিয়া হাই স্কুলে ও কপাটহাট বালিকা বিদ্যানিকেতনে আসা ছাত্র-ছাত্রীদের মনে সাহস জোগায়। জীবনের প্রথম বড় পরীক্ষায় যাতে সকলেই ভালো রেজাল্ট করে তার জন্য ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে তাদেরকে সাহস যুগিয়ে যান। এবং তাদেরকে একটি করে গোলাপ ফুল পেন ও স্কেল প্রদান করেন। এছাড়াও অভিভাবক অভিভাবিকাদের জন্য একটি বিশ্রামশালা বানানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার থানার আইসি গৌতম মিত্র, ডায়মন্ড হারবার ১নং ব্লক তৃণমূলের যুব সভাপতি গৌতম অধিকারী, ডায়মন্ড হারবার টাউন তৃণমূলের যুব সভাপতি সৌমেন তরফদার, হরিণডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মিজানুর সাহা সহ আরো অনেকে।
