বিউরো ঃ- মাদককাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিনের শুনানি চলছে আদালতে। শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
কোর্টের প্রধান আরএম নেরলিকার এজসাসে এই হাইপ্রোফাইল মামলার শুনানি।
এদিনও আদালতে আরিয়ানের হয়ে সাওয়ার করছেন সতীশ মানেশিন্দে, অন্যদিকে এনসিবির হয়ে আদালতে দলিল পেশ করছেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া, অনিল সিং।
এদিন এনসিবির তরফে জানানো হয় আরিয়ান সহ অপর অভিযুক্তদের
জামিনের আবেদন ‘ভুল, অস্পষ্ট এবং গ্রহণযোগ্য নয়’। এএসজি-র সাফ কথা, মামলার সারবত্তা বিচার করলে এই আবেদন একেবারেই গ্রহণযোগ্য নয়। তবে সেটা আদালতকে বিচার করতে হবে। এবং আবেদন যদি গ্রহণযোগ্য না হয়, তবে সেটি নিয়ে বিস্তারিত আলোচনায় গিয়ে লাভ নেই। কিন্তু সেটা আদালতকেই বিচার করতে হবে।
প্রসঙ্গত, দিন সাতেক আগেই মাদক-কাণ্ডে গ্রেফতার হয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খান। দু’দফায় এনসিবি হেফাজতের পর বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার পর্যন্ত এনসিবির হেফাজতেই রয়েছেন আরিয়ান সহ বাকিরা। এখন পর্যন্ত এই মাদক-কাণ্ডে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শাহরুখ পুত্রের গ্রেফতারির পর তার হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখেছে এনসিবি আধিকারিকরা।