নাজির সেখ, ডায়মন্ড হারবারঃ- আজ ১৪ই নভেম্বর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন। প্রয়াত জওহরলাল নেহেরুর জন্মদিনকে সারাভারতে শিশু দিবস হিসেবে পালন করা হয়। আর সেই দিনকে সামনে রেখে এদিন বাসুল ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মধ্যে যাদবপুর ও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস এই উদ্যোগে প্রায় দুই শতাধিক শিশুদের মধ্যে চকলেট,মিষ্টি ও পেন্সিল তুলে দেওয়া হয় শিশুদের মায়ের হাতে। পাশাপাশি বাসুল ডাঙ্গা অঞ্চলের সভা কক্ষের মধ্যে শিশুদের মায়েদের কে সঙ্গে নিয়ে সচেতন মূলক কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন যাদবপুর ও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমোহনি বিশ্বাস,পঞ্চায়েত প্রধান আলপনা হালদার,পঞ্চায়েত মেম্বার গুনেহারা খাতুন ও আসিদা সহ আরো অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিরা। মহিলা সভানেত্রী মনমোহিনি বিশ্বাস তিনি বলেন আজকের এই শিশুদের মধ্যে সামান্য কিছু উপহার তুলে দিতে পারে মানসিক শান্তি পেলাম এবং আগামীদিনে অনাথ সকল শিশুদের আরও বেশী করে পাশে থাকার ইচ্ছে প্রকাশ করেন। উপস্থিত শিশুদের পরিবাররা বলেন এই রকম উদ্যোগ প্রশংসনীয়।
