ইউনেস্কো থেকে হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর অন্যান্য বছরের তুলনায় এ বছর পুজোর টান মানুষের মধ্যেও অনেক বেশি। রাজ্যের মুখ্যমন্ত্রী এই বছরের পুজোর মাহাত্ম্য বোঝাতে একমাস আগে থেকেই উদ্বোধন করে দেন সুন্দর সুসজ্জিত শোভাযাত্রার মধ্য দিয়ে। তাই মহালায়া কাটতে না কাটতেই দক্ষিণবঙ্গের পুজো মণ্ডপ গুলির উদ্বোধন শুরু হয়ে যায়। ডায়মন্ড হারবারের ১নং ব্লক অন্তর্গত মশাট অঞ্চলের বিভিন্ন পুজো মণ্ডপে মহাষষ্ঠীর শুভ সন্ধ্যায় শুভ উদ্বোধন হয় বিভিন্ন পুজো মণ্ডপ, উপস্থিত ছিলেন শ্রী গৌতম অধিকারী মহাশয়, সুবিদ আলি লস্কর, সাহিদ আখন, মিজানুর শাহ সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ মহোদয়গণ।
