নাজির সেখ:- ডায়মন্ড হারবার পাইকারি মাছ বাজার নগেন্দ্র বাজারে কাকদ্বীপ , নামখানা , রায়দিঘী, পাথর প্রতিমা বিভিন্ন এলাকা থেকে মৎস্যজীবিরা সমুদ্র ও নদী থেকে মাছ ধরে নিয়ে আসে ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার পাইকারি মাছ বাজারে। মরশুমের শুরু থেকে পাইকারি মাছ বাজারে নজরদারি চালান পুলিশ আধিকারিকরা। মঙ্গলবার সন্ধ্যায় পাইকারি মাছ বাজারে নজরদারি চালানোর সময় ডায়মন্ড হারবার মহকুমা শাসক সুকান্ত সাহা জানান, এই পাইকারি মাছ বাজারে কাকদ্বীপ, ফ্রেঞ্জারগঞ্জ, নিশ্চিতপুর, কুলপি, রায়দিঘী এবং ডায়মন্ড হারবার এলাকার মৎস্যজীবিরা নদী ও সমুদ্র থেকে ইলিশ মাছ ধরে নিয়ে আসে এখানে পাইকারি বিক্রি করার জন্য। সরকারি নির্দেশ মেরিন এ্যাক্ট যেটা বলা আছে ২৩ সেন্টিমিটার বা ৯ ইঞ্জি এর নিচে ইলিশ মাছ ধরা বা বিক্রি করা নিষিদ্ধ। এখনও পর্যন্ত এরকম কোন ছোট ইলিশ মাছ ধরা পড়েনি বা বিক্রি হয়নি। নজরদারি চালানোর পাশাপাশি মৎস্য বিক্রেতাদের সচেতন করা হয়েছে যাতে এধরনের কোন মাছ বিক্রি না করে এবং ছোট ইলিশ মাছ বাজারে আসলে প্রশাসনকে জানানো হয়।
