রাজ্যের খবর খেলার খবর রাজনৈতিক খবর

এম পি কাপের ধাঁচে মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকায় শুরু হতে চলেছে এমএলএ কাপ।

নাজির সেখ,  ডেস্ক :- বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের স্লোগান রাজ্যের মানুষের ৮ থেকে ৮০ সকলের মুখে একটাই স্লোগান খেলা হবে, ২০২১ বিধানসভা নির্বাচনে খেলায় জয়লাভ করে রাজ্যের মসনদে তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সরকার গঠন হয়েছে। খেলা এখনও জারি আছে তবে এটা রাজনীতির ময়দানে খেলা নয় এ খেলা অন্য খেলা বাঙালির সেরা ফুটবল খেলা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে চলছে এম পি কাপ ফুটবল। তার অনুকরে শুরু হবে এম এল এ কাপ ফুটবল। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে শুরু হতে চলেছে এম এল এ কাপ ফুটবল। তারজন্য প্রস্তুতি শুরু হলো। মঙ্গলবার সন্ধ্যায় মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে উস্তি তৃণমূল কংগ্রেস ভবনে এম এল এ কাপ ফুটবল খেলার প্রস্তুতি সভা হলো মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত নেতৃত্বদের নিয়ে।

গত ১০ ই ডিসেম্বর ডায়মন্ড হারবার এস ডি মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতে শুরু হলো এম কাপ ফুটবল। এবার এম পি কাপ ফুটবলের অনুকরণে শুরু হতে চলেছে এম এল এ কাপ ফুটবল খেলা। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে উস্তি হাই স্কুল মাঠে দুদিন শুরু হতে চলেছে এম এল এ কাপ ফুটবল। তার প্রস্তুতি নিতে মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চায়েত নেতৃত্বদের নিয়ে আলোচনা সভা হয়। সভা শেষে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা জানান, ২০২২ সালে ২২ ও ২৩ শে জানুয়ারি উস্তি হাই স্কুল মাঠে এম এল এ কাপ ফুটবল খেলা শুরু হবে। বিধানসভা এলাকায় ১২ টা পঞ্চায়েত আছে। পঞ্চায়েত এলাকা থেকে গুলো থেকে ৮ টা দল তৈরী করা হবে, ৮ দলের ফুটবল খেলা হবে দুদিন ধরে। সারা বছর রাজনীতি হয় তার মধ্যে ও মানুষের আনন্দ দেওয়ার জন্য এম এল এ কাপ ফুটবল খেলা আয়োজন করা হয়েছে। প্রতিটি পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত নেতৃত্বরা আলোচনা করে ১২ টি পঞ্চায়েত এলাকা থেকে ৮ টি ফুটবল টিম তৈরী করবে। যে দুটি দল ফাইনালে যাবে তাদের বিশেষ পুরস্কার দেওয়া হবে। এখন থেকে মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকায় প্রচার শুরু করতে হবে এমনটাই আলোচনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *