শুভ্রজতি সাঁতরাঃ দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন তার আগেই রাজ্য সরকারের সমস্ত প্রকল্প রাজ্যবাসীর হাতে পৌঁছে দিতে শুরু হলো নতুন কর্মসূচি দিদির সুরক্ষা কবচ, রাজ্য সরকারের প্রকল্প গুলির আওতা থেকে বঞ্চিত মানুষগুলি কেন রাজ্য সরকারের প্রকল্প গুলি পাচ্ছেনা তা খতিয়ে দেখতে ও মানুষদের হাতে তুলে দিতে এবং সামনে পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে গ্রামে গ্রামে গিয়ে নেতা-নেত্রীদের রাত্রি যাপন করবে। তারই সূচনা হয় মগরাহাট পশ্চিম ব্লকে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ইমরান হাসান উল্লার নেতৃত্বে।
এখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যা সঙ্গীতা হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র মন্ডল, সংখ্যালঘু সেলের ভাইস প্রেসিডেন্ট তৌফিক আহমেদ মোল্লা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
