ওয়ারিশ লষ্কর, মগরাহাটঃ দক্ষিণ 24 পরগনা মগরাহাট B.D.O. ও প্রশাসনের পক্ষ থেকে কোভিড- ১৯ বিধিকে মাথায় রেখে বাজার বন্ধের সিদ্ধান্ত নিলেন। চৌদ্দটি পঞ্চায়েত নিয়ে গঠন এই মগরাহাট, আর চৌদ্দটি পঞ্চায়েতের যেসব বাজার ঘাট আছে কোথায় কোন দিন কিভাবে বন্ধ করলে কেভিড নিয়ন্ত্রণে আসবে তার উপরে সিদ্ধান্ত নিলেন মগরাহাট প্রশাসন। প্রতিটি বাজার কমিটির কাছে এমনই বার্তা পৌঁছে দেন যাতে প্রত্যেক সপ্তাহে একদিন করে বাজারঘাট স্যানিটাইজার তার পাশাপাশি ক্রেতা-বিক্রেতা উভয়েই যাতে Mask ও স্যানিটাইজার ব্যবহার করেন সেদিকে নজর রাখার নির্দেশ দেন।
