বিউরোঃ ফের পর্ন অ্যাপের জন্য ছবি তোলার অভিযোগ। এর আগে মডেলিংয়ের টোপ দিয়ে বোল্ড ফটোশুট করানোর অভিযোগ জানিয়েছিলেন সোদপুরের এক মডেল। সেই একই অভিযোগ এবার জানালেন নিউটাউনের দুই মডেল। রীতিমতো হুমকি দিয়ে পর্ন শুট করার অভিযোগ নিউটাউন থানায় জানিয়েছেন দুই তরুণী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আগের ঘটনাটিতে রাজ কুন্দ্রার (Raj Kundra) পর্ন চক্রের নাম জড়িয়েছিল। সোমবারের ঘটনাতেও অভিযোগকারিনীর কথায় উঠে আসছে কুন্দ্রা কাণ্ডের যোগ। প্রথমে যিনি অভিযোগ জানিয়েছিলেন তিনি আসানসোলের বাসিন্দা হলেও কর্মসূত্রে গত জানুয়ারি মাস থেকে নিউটাউনে বসবাস করছিলেন।