তনুশ্রী ভান্ডারী, ডেস্ক :- রাজ্যে বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় নিহত ও ক্ষতিগ্রস্ত বিজেপির কর্মীদের তদন্তের নির্দেশ দেয় কোট। রায়ের পরিপেক্ষিতে রবিবার দূপুর সিবিআইয়ের বিশেষ একটি দল আসে ডায়মন্ড হারবার ২ নং ব্লকে খোর্দ্দ পঞ্চায়েত এলাকায় খোর্দ্দ নহলা গ্রামে নিহত বিজেপি কর্মী রাজু সামন্তর বাড়িতে। সিবিআইয়ের দলটি নিহত বিজেপি কর্মী রাজু সামন্তর পরিবারের সঙ্গে কথা বলে। বাড়ি থেকে বের হয়ে যেখানে রাজু সামন্তর মারা হয় বলে সিবিআই জানতে পারে ওখানে আসে। খোর্দ্দ পঞ্চায়েত অফিসের সামনে ও বাজারে আসে সেখানে স্থানীয় দোকানদার ও লোকজনের সঙ্গে কথা বলে এদিন ঘটনাস্থলে বিশেষ কিছু পরীক্ষা করে দেখন। রামনগর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল ঘুরে দেখে।
