Uncategorized আন্তর্জাতিক জেলার খবর রাজ্যের খবর

ভারত সেবাশ্রম সঙ্ঘে পালিত হলো ত্রিশুল উৎসব

বিউরোঃ পুণ্যময়ী পৌষ পূর্ণিমা উপলক্ষে ত্রিশুল উৎসব পালিত হচ্ছে রাজ্য জুড়ে। এই দিনে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী মহারাজ জগতের কল্যাণে শ্রীশ্রী ত্রিশূল উৎসবের সুচনা করেছিলেন ৷ তখন তিনি বাংলাদেশের বাজিতপুরের ব্রহ্মচারী বিনোদ। সাধন কুটিরে বসেই নিজের হাতের ত্রিশূলটি মাটিতে পুঁতে দৃঢ় সঙ্কল্প নিয়ে পদ্মাসনে বসেন। যতক্ষণ “সিদ্ধি” লাভ না করতে পারবেন ততক্ষণ এই আসন পরিত্যাগ করবেন না বলে প্রতিজ্ঞা করেন । দীর্ঘ একমাস এভাবে পদ্মাসনে বসে পূণ্যময়ী শ্রীশ্রী মাঘী পূর্ণিমার গোধুলী লগ্নে সিদ্ধিলাভ করেছিলেন।

পৌষ পূর্ণিমা থেকে মাঘীপূর্ণিমা এই এক মাসকে সঙ্ঘাশ্রিত ভক্তগণ ” সঙ্কল্প মাস ” বলেই জানেন। তাই এই দিন পৌষ পূর্ণিমায় কলকাতার বালিগঞ্জ সঙ্ঘের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা সহ হিন্দু মিলন মন্দিরের সাথে উত্তর ২৪ পরগণা জেলার ভারত সেবাশ্রম সঙ্ঘের কানমারী প্রণবানন্দ গ্রামীণ সেবাকেন্দ্রে ত্রিশূল পূর্ণিমা ও সঙ্ঘদর্শন পাঠের মাধ্যমে শত শত ভক্তনিয়ে বিশেষ অনুষ্ঠান পালিত হয় ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *