জেলার খবর

ভবঘুরেদের খাওয়াচ্ছেন SDPO মিতুন দে।

এমনিতে তাঁকে দেখে রাস্তা থেকে ছুট মারে সমাজ বিরোধিতা।ট্রাফিক আইন ভাঙলে শাস্তি কিংবা কান ধরে উঠবস করান।
দিনের আলোয় যিনি ঝলমল পুলিশের পোশাকে রাতের অন্ধকারে আবার অন্যরকম। বহুরূপী।
হ্যাঁ ডায়মন্ড হারবারের এস ডিপিও মিতুন দে।
রাতে ঘুরছেন সাদা পোশাকে। বডি গার্ড, হোম গার্ডদের সঙ্গে নিয়ে রাস্তায়,হাসপাতালে কিংবা ডায়মন্ড হারবারের রেল স্টেশন এলাকায় ভবঘুরে পাগল পাগলী অনাহারী মানুষের হাতে তুলে দিচ্ছেন জল , খিচুড়ি খাবার।
রবিবার রাত দশটা।শেষ ট্রেন ফিরে যাবে শিয়ালদায়।
ডান্ডার থার্ড ডিগ্রির বদলে নিজেকে থার্টি ডিগ্রি নামিয়ে ক্রিকেটে ব্যাট করার ভঙ্গিতে ডাবু হাতে খাদ্য পরিবেশনে ব্যস্ত এস ডি পিও।
জীবন যেন ওয়ানডে ক্রিকেট ম্যাচ।এই ক্রিজে এই নেই শূন্য রানে আউট। পুলিশের এই খাদ্য বিতরণ ও মানবিকতা দেখে মুগ্ধ এলাকার মানুষ। মিতুন বললেন এই পথ চলাতেই আনন্দ।মাঝে মাঝে মানুষের দুর্যোগ দুর্ভোগ এড়িয়ে ভোগ খাইয়ে তৃপ্তি পাই।
পুলিশ সার্ভিসে আসার আগে বিডিও হিসেবে কাজ করে ব্লক সামলেছেন তিনিও। বিশ্ব কর্মার কর্মযজ্ঞে তিনিও যেন অসাধারণ। শরতের কাশ ফুলের মত দুলছে ক্ষুধার্ত মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *