বিউরোঃ বুধবার বৌভাত খেয়ে মধ্যরাতে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের। জানা গিয়েছে, ভজন (২৮) নামে এক যুবক গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। বাকি মৃত দুই যুবক একি পরিবারের, নাম শুভ (৩০) এবং মুন্না (২৫) বুধবার মোহিত নগরের এক বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার পথে ফাঁটা পুকুরের কাছে তালমা ব্রীজের কাছে ওই বাইক দুর্ঘটনা ঘটে।
ঘটনা স্থলেই প্রাণ হাড়ায় দুই যুবক। রাতেই ঘটনা স্থল থেকে পুলিশ মৃত ওই দুই যুবককে হাসপাতালে পাঠায়। সেখানে কর্ত্যবরত চিকিৎসক মৃত বলে জানায়। আর একজনকে গুরুতর আহত অবস্থায় শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে।