অঞ্জন শুকুল, নদীয়াঃ গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক যুবক । ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জের নাঘাটা এলাকায় । আত্মঘাতী যুবকের কাছ থেকে পাওয়া গেছে একটি সুইসাইড নোট । সুইসাইড নোটে লেখা জ্বলজ্বল করছে বোনের সংসার বাঁচাতেই আত্মঘাতী ।
পরিবার সূত্রে জানা গেছে ঘটা করে বিয়ে দেওয়া হয়েছিল বোনের হাঁসখালি এলাকায় । বিয়ের পর থেকেই বোনাই বোনের উপর অত্যাচার করত । মাঝে মাঝেই বাড়ি থেকে জিনিসপত্র এবং টাকা-পয়সা আনার জন্য চাপ দিত বোন প্রতিমাকে । প্রতিমা বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়, বাবা দিনমজুর । বোনাই এর স্বাদ এবং টাকা পয়সা মেটাতে রাজেশ নিজে মার্বেল লেবারের কাজ করতে থাকে ।
রাজেশের কাছ থেকে মাঝে মাঝেই টাকা নিতো বোনাই ।কোন কোন সময় স্বামীর কথা রাখতে পারতো না স্ত্রী । আর স্বামীর কথা না রাখলেই কপালে জুটতো মার । এমনকি এক সময় মারধরের অত্যাচার সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা ও চেষ্টা করে । কোনরকমে সে যাত্রায় প্রাণী বেঁচে যায় বোন প্রতিমা । এরপর দুটি পরিবারের মধ্যে আবার মিল হয়ে যায় শ্বশুর বাড়ি যায় প্রতিমা এবং সংসার করে। পরিবার সূত্রে জানা গেছে সাত দিন আগে প্রতিমাকে মেরে তাড়িয়ে দেয় বলে বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসতে । প্রতিমা চলে আসে বাপের বাড়িতে । গতকাল পঞ্চম দল উপলক্ষে মাজদিয়ার ভাজন ঘাটে মেলা বসেছিল । সেই মেলায় গিয়েছিল প্রতিমার দাদা, রাজেশ দে ২৩ । সেই মেলার মধ্যে পরিবারের দাবি রাজেশকে তার বোনাই দেখে অসভ্য ভাষায় গালিগালাজ করে । রাজেশ তার বোনাই কে বলে তুমি বোনকে নিয়ে যাও বাড়িতে তোমার যা চাওয়ার আমি আস্তে আস্তে দেব । তখন তার বোনাই বলে তুই মরবি তারপরে আমি তোর বোনকে নিয়ে যাব । এরপর মেলা থেকে বাড়ি চলে আসে, রাজেশ । আজ সকালে ঘর থেকে দেখতে পাওয়া যায় রাজেশের ঝুলন্ত মৃতদেহ । পরিবারের লোকজন কৃষ্ণগঞ্জ থানায় খবর দেয় । কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এসে মৃত দেহটি উদ্ধার করে নিয়ে যায় থানায় । ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানোর আগে পুলিশ তার বডি চেকআপ করে । বডি চেকআপ করতেই পাওয়া যায় সুইসাইড নোট । সুইসাইড বটে সে লিখেছে তার মৃত্যুর জন্য বোনাই দায়ী । রাজেশের বাবা কৃষ্ণগঞ্জ থানায় জামাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে । অভিযোগে মৃত্যুর জন্য তার জামাইকেই দায়ী করা হয়েছে । মৃতদেহতি ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠালো, কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগ জমা পেয়ে পড়েছে এবং জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।