তনুশ্রী ভান্ডারী ডেস্ক ঃ-করোনার তৃতীয় ঢেউয়ে সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন। বেশ কিছু বিধিনিষেধ লাগু করা হয়েছে সংক্রমণ আটকাতে। ইতিমধ্যেই বুস্টার ডোজ দেওয়া শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি – উল্গানাথান আলিপুর প্রশাসনিক ভবনে কোভিডের বুস্টার ডোজ নেন ও পাশাপাশি অন্যান্য আধিকারিকরা ও এই ডোজ নেয়।
পি উল্গানাথান জানান যাদের সেকেন্ড ডোজ নেওয়া হয়ে গিয়েছে, ন’মাস শেষ হয়ে গিয়েছে তারা অতি শীঘ্রই যেন এই বুস্টার ডোজ নেয়। এর পাশাপাশি তিনি আরো বলেন যে আলিপুর ছাড়াও আরো অন্যান্য জায়গায় এই বুস্টার ডোজ দেওয়া শুরু হয়ে গিয়েছে। গঙ্গাসাগর নিয়ে তিনি বলেন, সেখানে খুব ভালোভাবে গঙ্গাসাগর মেলা কেটে গেছে। কারোর করোনা ধরা পড়েনি,আগে টেস্ট করে রিপোর্ট নেগেটিভ আসলে তবেই সাগর মেলায় প্রবেশ করতে দেওয়া হয়েছে। ও সব শেষে সবাইকে সতর্ক থাকার বার্তা দেন তিনি।
