তনুশ্রী ভান্ডারী ডেক্স ঃ-
যশ অভিনীত কন্নড় ব্লকবাস্টার ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর আইকনিক সংলাপটা মনে আছে তো? ওই যে ‘রকি ভাই’-এর সেই কথা, ‘হিংসা, হিংসা, হিংসা. আমি এটা পছন্দ করি না। আমি এড়িয়ে যাই! কিন্তু. হিংসা আমাকে পছন্দ করে, আমি এড়িয়ে যেতে পারি না’!
ভক্তদের হৃদয়েও একটা বিশেষ জায়গা
যাঁরা ইতিমধ্যেই ছবিটা দেখে ফেলেছেন, তাঁদের অনেকেরই ঠোঁটে-ঠোঁটে ঘুরছে এই সংলাপ। তবে যাঁরা ছবি অথবা ট্রেলার, কোনোটাই দেখেননি, তাঁরাও সম্ভবত সংলাপের ‘প্রবঞ্চনা’ উপলব্ধি করতে পারবেন। তবে বিয়ের কার্ডে এটা করা হয়েছে নিছকই মজার ছলে।
কেজিএফ শুধু একট ছবির নাম নয়, এটা একটা ব্র্যান্ড। ‘কেজিএফ চ্যাপ্টার ২’ মুক্তি পেয়েছিল ১৪ এপ্রিল। তোলপাড় বিনোদন দুনিয়া। একের পর এক রেকর্ড। ‘রকি ভাই’ শুধু বক্স অফিসে আধিপত্যই করছে না, নিজের ভক্তদের হৃদয়েও একটা বিশেষ জায়গা করে নিয়েছে। সময় লেগেছে নামমাত্র।
মনে আছে তো, ম্যায় ঝুকেগা নহি
যখনই একটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়, ভক্তরা নিজেদের সবচেয়ে পছন্দের সংলাপগুলো ঠিক বেছে নেন। তার পর হল থেকে বেরিয়ে সেগুলোই আওড়াতে থাকেন। ‘পুষ্পা, পুষ্পা রাজ, ম্যায় ঝুকেগা নহি সালা’। অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’-এর এই সংলাপটা নিশ্চয় মনে আছে!
এটাও নিশ্চয় মনে আছে, মাধ্যমিক পরীক্ষায় এক পড়ুয়ার সেই কাণ্ডকারখানা। পরীক্ষার খাতায় যে কি না লিখে দিয়েছিল,
‘পুষ্পা রাজ. আপুন লিখেগা নহি.’।
তাই বলে বিয়ের কার্ডে!
একই ভাবে, রকি ভাইয়ের এক ভক্ত তার বিয়ের কার্ডে ‘ভায়োলেন্স’ সংলাপটিকে নতুন আঙ্গিকে পরিবেশন করেছেন। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই নেটিজেনরা এটাকে রকি ভাইয়ের ক্রেজ বলে আখ্যাও দিচ্ছেন। কেউ এমনও বলছেন, রিল লাইফ থেকে রিয়েল লাইফে রকি ভাই তৈরি করছেন নিজের যুগ, নিজের সাম্রাজ্য।
১৩ মে চন্দ্রশেখর নামে এক যুবকের বিয়ে কর্নাটকের বেলেগভিতে। পাত্রী শ্বেতা। পাত্র নিজের বিয়ের কার্ডে লিখেছেন, ‘বিয়ে, বিয়ে, বিয়ে, আমি এটা পছন্দ করি না, আমি এড়িয়ে চলি, কিন্তু আমার আত্মীয়রা বিয়ে পছন্দ করে, তাই আমি এড়িয়ে যেতে পারি না।’