সাগরের কোম্পানীছাড়ে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের নিউজ কভারেজ করতে গিয়ে আক্রান্ত হল সাংবাদিক,
ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের কোম্পানীছাড় এলাকায়, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় সাগরের কোম্পানীছাড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের নিউজ কভারেজ করতে গিয়ে বেশ কয়েকজন নেশাগ্রস্ত অবস্থায় থাকা যুবকের হাতে আক্রান্ত হল সাগরের কোম্পানীছাড় এলাকার সৌরভ মন্ডল নামে এক সাংবাদিক,এরপর ওই বিষয়ে ওই সাংবাদিক সাগর থানায় বুধবার রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে
