আন্তর্জাতিক অর্থনীতি ফ্যাশন বিনোদন

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মালালা ইউসুফজাই

বিউরো :- বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পাকিস্তানের নোবেল শান্তি পুরস্কার প্রাপক মালালা ইউসুফজাই। চার হাত এক হল পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্যতম কর্তা অসর মালিক ও মালালার। মঙ্গলবার নিজেই ট্যুইট করে নিজেই জানান সেকথা। ট্যুইটারে বিয়ের ছবি শেয়ার করে নোবেলজয়ী লিখেছেন, বার্মিংহামে দুই পরিবারের উপস্থিতিতে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে বিয়ের অনুষ্ঠান। বর্তমানে বার্মিংহামে পরিবারের সঙ্গে বসবাস করছেন মালালা।

২০১৪ সালের ১০ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার পান লড়াকু মালালা। পাকিস্তানে নারী শিক্ষা প্রসার নিয়ে সোচ্চার মালালাকে ২০১২ সালে মাথায় গুলি করে তালিবানরা। তবে তাঁর লড়াই থামেনি। এরপর পাকিস্তানে না ফিরে গেলেও, তাঁর লড়াই নজর কাড়ে গোটা বিশ্বের কাছে। মাত্র ১৬ বছর বয়সে রাষ্ট্রপুঞ্জে বক্তৃতা দেন মালালা। ২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত হন মালালা ইউসুফজাই।২০১২ সালে স্কুল থেকে ফেরার সময় তালিবানিরা মালালাকে গুলি করে। সেই ঘটনার পর দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে চলে তার লড়াই। কিন্তু, শেষমেশ মৃত্যুকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফেরেন মালালা। সন্ত্রাসবাদীদের চোখরাঙানি উপেক্ষা করেই চালিয়ে যান নিজের কাজ।

মালালার বাড়ি পাকিস্তানে খাত ঘাটিতে। সেখানে তালবানি সন্ত্রাসের বিরুদ্ধে মুখ খুলেছিলেন মালালা। তাতেই তালিবানিদের কাছে শত্রু হিসেবে চিহ্নিত হয়ে যান তিনি। তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালিয়েছিল জঙ্গিরা। গুলি লেগেছিল চোয়ালে। কিন্তু, সেই গুলি মালালাকে ডরাতে পারেনি। বরং আরও সাহসী করে তুলেছে। নিজের বার্তা বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার পাশাপাশি মালালা এদিন এমন কিছু প্রশ্নও তুলে দিয়েছেন, যার জবাব এখনও মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *