বিউরো :- আগরতলার সভা মঞ্চ থেকে আজ অভিষেক জয় ত্রিপুরা স্লোগান দিয়ে শুরু করে কার্যত বিপলব দেবকে আক্রমণ শানিয়ে বলেন, বিপ্লব দেব এখন “বিগ ফ্লপ”দেব। তাঁর মাথা ঠিক নেই যা ইচ্ছে তাই করছে। রাজ্য চালাচ্ছেন তিনি কিন্তু তাঁর ক্লাব প্রেসিডেন্ট হওয়ারো যোগ্যতা নেই। আমার সঙ্গে সবার যোগাযোগ আছে। একটা সুইচ টিপলেই বিজেপি ভেঙে ১৫ জন বিধায়ক চলে আসবেন আমাদের দিকে।
কিন্তু আমরা সেটা চাই না। ২০২৩ সালে বিজেপিকে উপড়ে ফেলাই লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা সফল হবই। মনে রাখবেন, ত্রিপুরার মানুষ যে দিন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সে দিনই বিজেপি খতম। বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন বিজেপি ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার আগরতলায় তৃণমূলের সমাবেশে ঘর ওয়াপসি হয় রাজীবের ৷ কাণ্ডারী, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ রাজীবের দাবি, বিজেপিতে গিয়ে তিনি ভুল করেছিলেন।