ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর উপর অমানবিক পুলিশি অত্যাচারের বিরুদ্ধে ও রাজ্য সরকারের লাগামছাড়া দুর্নীতির বিরুদ্ধে এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ সমস্ত আন্দোলন কারীদের নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার বিকেলে CPIM ও ISF এর যৌথ উদ্যোগে ডায়মন্ড হারবার এম বাজারের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় এলাকা থেকে শতাধিক মানুষ উপস্থিত হয়ে ছিলেন।এই নোংরা রাজনীতির কড়া সমালোচনা করেন প্রতিবাদ সভা থেকে, তারা আরো বলেন নওশাদ সিদ্দিকীর উপর অমানবিক অত্যাচার করে সরকার অমানবিক অগণতান্ত্রিক কাজ করেছে,ইতিহাসে এরকম পাওয়া যায় না।
একজন বিধায়ককে টেনে হিজড়ে মারতে মারতে নিয়ে যাবে এটা ঠিক নয়। সারদা নারদা মামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন,অনেক ক্রিমিনাল এমএলএ এমপি আছে দলে ভর্তি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি সরকার। বালি খাদান ও কয়লা কেলেঙ্কারিতে যুক্তদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি। একজন ধার্মিক ছেলে যার বিরুদ্ধে কোন অভিযোগ নেই তাকে ঐভাবে পুলিশ নিয়ে গেল এটা ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল বলেই পুলিশ আজ এইরকম কাজ করতে পেরেছে,যাতে রাজনীতি ছেড়ে চলে যায়। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কে বিদায় নিতে হবে,এটাই তার সূত্রপাত।
উপস্থিত ছিলেন isf দক্ষিণ ২৪ পরগনা জেলার নেতা মেগনাথ হালদার,সিপিআইএম এর জেলা নেতৃত্ব সরোআজ মকামী, ডায়মন্ড হারবার বিধান সভার isf নেতা সাহাদাত মোল্লা,সিপিআইএম জেলা নেতৃত্ব কালীদাস প্রমানিক, সিপিআইএম নেতৃত্ব প্রতিকুর রহমান, ডায়মন্ড হারবার ১ নম্বর এরিয়া বামপন্থী নেতা দেবাশিস ঘোষ সহ অন্যান্যরা।