নাজির সেখ, ডায়মন্ডহারবার :- ডায়মন্ড হারবার ১নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম অধিকারী নেতৃত্বে বিজয়ার শুভেচ্ছা জানানো হয়। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিকের এডিশনাল এসপি সন্দিপ সেন, ডায়মন্ডহারবার মহকুমা শাসক সুকান্ত সাহা, বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন হারবার থানার আইসি গৌতম মিত্র, পারুল কোস্টাল থানার ওসি সন্দীপ পাল, রামনগর থানার আইসি দেবাশিস সরকার সহ বিভিন্ন আধিকারিক কে বিজয়ের শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও সঙ্গে ছিলেন কেমন হবে পৌরসভার যুগ্ম কনভেনার সৌমেন তরফদার সহ তৃণমূল যুব কংগ্রেসের একাধিক কর্মীরা।
