রাজ্যের খবর জেলার খবর রাজনৈতিক খবর

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলো প্রায় ৩০০টি পরিবার

নাজির সেখ:- রাজ্যে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে , বহু আসনে জয়লাভ করে এককভাবে তৃতীয় বারের জন্য সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস। রাজ্যে তৃতীয় বার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে বিজেপি , কংগ্রেস সহ বিভিন্ন দলের কর্মী সমর্থকরা দলে দলে যোগ দিচ্ছে তৃণমূল কংগ্রেসে। সেই উন্নয়নে সামিল হতে রবিবার ডায়মন্ড হারবার ১ নং ব্লকের দায়রক পঞ্চায়েত এলাকায় তিনশো পরিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করে। তিনশো পরিবারের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলেদেন ডায়মন্ড হারবার ১ নং ব্লকের পূর্তের কর্মদক্ষ গৌতম অধিকারী।

২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে পশ্চিমবঙ্গের বাইরে থেকে বিজেপির বহু নেতা নেত্রী পশ্চিমবঙ্গে এসে নির্বাচনের প্রচার করে যায়। এমনকী নরেন্দ্র মোদী সহ অমিত শাহরা বহু সভা করে রাজ্যের বিভিন্ন এলাকায়। তারপরও বিপুল জনসমর্থন নিয়ে ২০২১ সালে বিধানসভা নির্বাচনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস এবং তৃতীয় বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়। বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করতে থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনের পর বিরোধী দল থেকে বহু নেতা নেত্রী থেকে কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগ দান করতে থাকে এদিন ডায়মন্ড হারবার ১ নং ব্লকের দায়রক পঞ্চায়েতে তিনশো বিজেপি পরিবারের হাতে তৃণমূল কংগ্রেস পতাকা তুলে গৌতম অধিকারী । তিনশো পরিবারের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পর গৌতম অধিকারী জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে তৃণমূল কংগ্রেস তৃতীয় বার সরকার গঠন করার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিরোধী দলের নেত নেত্রী কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। সেই সঙ্গে ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় বহু বিজেপি , কংগ্রেস ও সিপিআইএম থেকে নেতা নেত্রী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস দলে আসার জন্য যোগাযোগ করছে বহুদিন থেকে আমরা উপর নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তারপর যারা আসতে চাইছে তাদের তৃণমূল কংগ্রেসে দলে নেওয়া হচ্ছে। ডায়মন্ড হারবার ১ নং ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে বহু পরিবার যারা নির্বাচনে বিজেপি সহ অন্যআন্য দল করেছে তারা যোগ দিচ্ছে। এই যোগদান এখনও চলছে আগামীদিনে চলবে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে চায় বিরোধী দল থেকে তাদের জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *