কল্লোল বিশ্বাস, দক্ষিণ দিনাজপুর:- রাজ্য বিজেপি তে বড়সড় রদবদল। জাতীয় নেতৃত্তের নির্দেশের রাজ্যে নবনিযুক্ত রাজ্য সভাপতি হলেন বালুরঘাট কেন্দ্রের সাংসদ তথা অধ্যাপক ডঃ সুকান্ত মজুমদার এবং প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে জাতীয় বিজেপির সহ-সভাপতি পদে নিযুক্ত করা হলো।
বালুরঘাটের কেন্দ্রের সাংসদ রাজ্য বিজেপির সভাপতি, এই খবর জানার পরে দলের কর্মকর্তারা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন এরপর
সুকান্ত বাবুকে দলের কর্মীরা ফুলের মালা পরিয়ে এবং লাড্ডু খাইয়ে শুভেচ্ছা বার্তা জানান ।
এদিকে ফেসবুক পোস্ট ও টুইটার পোস্ট করে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় ও রাজ্য বিজেপি নেতৃত্বরা।
বালুরঘাট কেন্দ্রীয় সাংসদ তথা নবনিযুক্ত রাজ্য বিজেপি সভাপতি ডঃ সুকান্ত মজুমদার জানান তিনি আগামিকাল থেকেই সভাপতির দায়িত্ব নেবেন।