কল্লোল বিশ্বাস দক্ষিণ দিনাজপুর- সোমবার দুপুরে সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে ২৭শে সেপ্টেম্বর দেশব্যাপী ভারত বনধকে সমর্থন জানিয়ে পার্টির রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র উপস্থিত হয়েছিলেন বালুরঘাট শহরে।
এই দিন বামফ্রন্টের পক্ষ থেকে একটি মিছিল করা হয় এবং সেই মিছিলে হেঁটেছেন সূর্যকান্ত মিশ্র।
জানা যায় বালুরঘাটে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
এরপর তিনি সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে,কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কড়া ভাষায় সমালোচনা করেন। দীর্ঘদিন ধরে রাজ্যে পৌর নির্বাচন না হওয়ার কারণে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন
১১ বছর ধরে নির্বাচনকে এড়িয়ে চলতে ভালোবাসেন। অতি শীঘ্র পুরসভার নির্বাচন করার দাবি জানান সূর্যকান্ত মিশ্র