তনুশ্রী ভান্ডারী ডেক্স ঃ-
তিনি নরেন্দ্র মোদি, ভারতের প্রধানমন্ত্রী।
যা করেন তা-ই ভাইরাল হয়ে যায়। তবে এবার এক এমন কারণে তাঁর কীর্তি ভাইরাল হল যা যে কারও মন ছুঁয়ে যাবে। গত সোম এবং মঙ্গলবার বারাণসীতে ছিলেন তিনি। দু’দিন ধরে নানাবিধ কর্মসূচিতে ব্যাপৃত ছিলেন। কাশী বিশ্বনাথ মন্দিরের নতুন করিডোর উদ্বোধন, গঙ্গাস্নান, পুজো, আরত— কী করেননি।দিনে এত পরিশ্রম করার পর রাতে ফের মন্দির চত্বর পরিদর্শনে গেছেন। রাত ১টা নাগাদ চলে গেছেন বারাণসী স্টেশনে। সেখানে কী কী আধুনিক ব্যবস্থা ব্যবহৃত হচ্ছে খোঁজ নিয়েছেন তারও। কিন্তু এসব নয়, মোদির যে ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে তা প্রণামের।এক ‘দিব্যাঙ্গ’ বা বিশেষভাবে সক্ষম মহিলা এসেছিলেন প্রধানমন্ত্রীকে প্রণাম জানাতে। কিন্তু উলটে তাঁকেই প্রণাম করে বসেন মোদি। যা নিয়ে সর্বত্র ধন্য ধন্য পড়ে গেছে। ওই মহিলাও বিস্ময়ে হতবাক হয়ে যান। এরপর ওই মহিলার সঙ্গে কথাবার্তা বলেন মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই গোটা ঘটনাই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
অবশ্য তাতে বিজেপির সংগঠনগুলো একদম সহায়তা করেনি একথা বলা যাবে না। যেমন বিজেপির মহিলা মোর্চার জাতীয় সভাপতি বনাতি শ্রীনিবাসন টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘এই সম্মান সমস্ত নারীশক্তির প্রতি সম্মান। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আমরা গর্বিত।’