- বিউরোঃ–
আপনি যদি বাম হাতে কাজ
করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তাহলে আপনার মধ্যে লুকিয়ে রয়েছে সৃষ্টিশীল কিছু বৈশিষ্ট্য। আর আজ ১৩ই আগস্ট দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ১৩ই আগস্ট হল ‘বিশ্ব বাঁ -হাতি দিবস’ বা ‘লেফ্টহ্যান্ডার্স ইন্টারন্যাশনাল ডে’ । সমস্ত বিশ্বজুড়ে এই দিবসটি পালনের একমাত্র উদ্দেশ্য হল বাঁ- হাতি মানুষদের নিয়ে সমাজে ভুল ধারণা দূর করা। ১৯৭৬ সালে সর্বপ্রথবম আন্তর্জাতিক ভাবে বাঁ-হাতি দিবস পালনের সূচনা করা হয়। এর সূচনা করেন ডিন আর ক্যাম্পবেল নামক এক ব্যক্তি তাঁর ‘লেফ্টহ্যান্ডার্স ইন্টারন্যাশনাল’ নামক সমিতি গঠনের মধ্য দিয়ে।কিছু সমীক্ষা অনুসারে,.বহু বছর আগে বাঁহাতিদের সংখ্যা নিতান্তই বিরল ছিল। কিন্তু ১৯২০ সালের পর থেকে সংখ্যাটা ধীরে ধীরে বাড়তে থাকে। এর কারণ শুধুমাত্র শারীরিক অসুস্থতা বা জেনেটিক নয় । আমাদের দৈনন্দিন জীবনের কিছু অভ্যাসও এর জন্য দায়ী । দুই হাতে চামচ দিয়ে খাওয়া ,বাম হাত দিয়ে বিভিন্ন ধরনের গ্যাজেট চালানো, খেলার সামগ্রী ব্যবহার, বাদ্যযন্ত্র বাজানো প্রভৃতি কাজগুলি আমরা সহজেই বাম হাতে আয়ত্ত করে ফেলি। পৃথিবী বিখ্যাত অনেক ব্যক্তিই বাঁ- হাতি, উল্লেখযোগ্য উদাহরণস্বরূপ বলা যেতে পারে অ্যারিস্টটল, লিওনার্দো দা ভিঞ্চি, সচিন তেনন্ডুলকার, হেলেন কেলার, লেডি গাগা, মেরি কুরি, বারাক ওবামা প্রমুখ ব্যক্তিত্ব। গবেষকদের মতে বাঁ- হাতিরা ডানহাতিদের থেকে বেশি পরিমাণে বুদ্ধিমান এবং সৃষ্টিশীল মানসিকতার হয়ে থাকেন।
মনে করা হয় আমাদের মস্তিষ্কে ডান এবং বাম অংশে মধ্যে ডানহাতিদের থেকে বাঁ-হাতিরা বেশি দৃঢ়ভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পারেন, ফলত তাঁরা বেশি বুদ্ধিমান হন। যারা বাম হাতে কাজ করতে স্বচ্ছন্দ তাঁদেরকে নিয়ে আমাদের সমাজে প্রচলিত রয়েছে নানান কুসংস্কার। ধর্মীয় কোন কাজে তাঁদেরকে যোগদান করতে দেওয়া হয় না। অনেক দেশে বাম হাতের কাজকে মনে করা হয় অশুভ । ‘লেফ্টহ্যান্ডার্স ইন্টারন্যাশনাল ডে’ পালনের অন্যতম উদ্দেশ্য হলো আমাদের সমাজে প্রচলিত বাঁহাতিদের নিয়ে প্রচলিত কুসংস্কারগুলিকে দূর করা।