বিউরো :- বাজাজ ফিনান্স কোম্পানির ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার অভিযোগ উঠল এবার শহরে। ঘটনায় গ্রেফতার ১। বাজাজ ফিনান্স কোম্পানির ওয়েবসাইট খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার করল ১ ব্যক্তিকে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বাজাজ ফিনান্স কোম্পানির ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার শেখর সিং আজাদ নামে এক ব্যক্তি। ধৃত বিহারের বক্সারের বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ বাজাজ ফিনান্স কোম্পানির ভুয়ো ওয়েবসাইট ছাড়াও আরও ২৫ টি ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণা চক্র চালাত সে। তার বিরুদ্ধে বিধান নগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের হয় ।
সেই অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম থানার পুলিশ গতকাল রাতে তাকে গ্রেফতার করে।
আজ তাকে বিধাননগর আদালতে তোলা হবে। নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে পুলিশের তরফে বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক অনুমান ধৃত একাধিক ওয়েবসাইট খুলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করতেন। এই চক্রের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ।