বিউরো :- বাংলার ঘরে ঘরে পালিত হলো ভ্রাতৃ দ্বিতীয়া উৎসব।
“ ভাইয়ের কপালে দিলাম ফোঁটা
যমের দুয়ারে পড়ল কাঁটা ।
যমুনা দেয় যমকে ফোঁটা,
আমি দিই আমার ভাইকে ফোঁটা,,,,,,”
এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বোনেরা চন্দনের ফোঁটা ভাইয়ের কপালে পড়িয়ে দীর্ঘজীবন কামনা করে । তারপর ভাইকে মিষ্টি খাওয়ায় ও উপহার দেয়। ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া হিন্দুদের এক পবিত্র উৎসব। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে কালীপুজোর ঠিক দুই দিন পরে এই উৎসব অনুষ্ঠিত হয়।
পশ্চিমবঙ্গের ঘরে ঘরে ভাইফোঁটা দারুণ উৎসাহের সাথে মিলন উৎসবের মতো পালিত হয়। শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতের বিভিন্ন স্হানে বিভিন্ন নামে এই উৎসব পালিত হয় । পশ্চিম ভারতে এই উৎসব ভাইদুজ আবার মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটকে ভাইবিজ বলা হয়। পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে এই উৎসব পরিচিত ভাইটিকা নামে। এই উৎসবের আরও একটি নাম হল যম দ্বিতীয়া। কথিত আছে, এই দিন মৃত্যুর দেবতা যম তাঁর বোন যমুনার হাতে ফোঁটা নিয়েছিলেন।
প্রতি বছরের মতো এ বছরও বাংলার প্রতিটি ঘরে সাড়ম্বরে পালিত হলো ভাই ফোঁটা উৎসব । দোকান বাজারে কেনাকাটা ও রাস্তা ঘাটে উপচে পড়া ভিড় দেখে বোঝা গেলো উৎসব মুখর বাঙালির উদ্দীপনা একটুও ম্লান হয়নি। ভ্রাতৃদ্বিতীয়া নামক সামাজিক লোক উৎসবের মধ্য দিয়ে হিন্দু সমাজে ভাই বোনের সম্পর্ককে চিরপবিত্র ও চির সুন্দর রাখার চেষ্টা করা হয় । তার ছবি আজ বাংলার সর্বত্র ।