তনুশ্রী ভান্ডারী ডেক্স ঃ-উত্তর ২৪ পরগনা জেলা বন দফতরের আধিকারিকরা শুক্রবার ভোর রাতে হাবড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯২ টি জ্যান্ত কচ্ছপ উদ্ধার করেছে। এদিন গোপনসূত্রে খবর পেয়ে হাবড়া এলাকায় আসেন বন দপ্তরের আধিকারিকেরা সেখান থেকে ওই বিরল প্রজাতির কচ্ছপগুলি উদ্ধার হয় ।সূত্রে খবর এই কচ্ছপগুলি মূলত উত্তরপ্রদেশ থেকে এই রাজ্যে আসছে। বিরল প্রজাতির এই কচ্ছপগুলি মূলত খোলা বাজারে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছিল। চলতি সপ্তাহে জেলার বিভিন্ন স্থান থেকে কচ্ছপ উদ্ধার হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছেন জেলা বন দপ্তর । অবৈধ এই চক্রের সঙ্গে কে বা কারা জড়িত তা জানতে তদন্ত চালাচ্ছে বন বিভাগ। এ প্রসঙ্গে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, শুক্রবার কয়েকটি দুষ্প্রাপ্য কচ্ছপ উদ্ধার করার পর নির্দিষ্ট স্থানে ফেরত দিতে পেরে আমরা অত্যন্ত খুশি। জীববৈচিত্র রক্ষা করা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের দায়িত্ব। বন আধিকারিকদের তত্পরতা ও জনপ্রতিনিধিদের প্রচেষ্টায় বন্যপ্রাণী সহ যেকোন বিরল প্রজাতির প্রাণীর রক্ষায় সর্বদা আমরা নিয়োজিত।
