তনুশ্রী ভান্ডারী ডেক্স ঃ-বছর শেষে আসছে দর্শকদের জন্য সেরা চমক। বিজয় দেবেরাকোন্ডার নতুন ছবি ‘লাইগার’ এর টিজার মুক্তি পাবে ৩১ শে ডিসেম্বরে। এই খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ‘লাইগার’ এ দেখা যাবে বাঘ’ ও ‘সিংহ’ র ক্রসব্রিডকে। দর্শকদের মনে প্রশ্ন জাগছে নিশ্চই কেমন দেখতে লাগবে এই প্রাণীটিকে? সিংহের শরীরে যদি ডোরাকাটা থাকে, যেমন দেখতে লাগবে, এই প্রাণীকেও তেমনই দেখতে। এই সিনেমায় অভিনয় করছেন মাইক টাইসনের মতো বক্সিং লেজেন্ড। এই ছবিতে বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে দেখা যাবে চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডেকে। ‘লাইগার’-এর হাত ধরে তেলেগু ছবির জগতে প্রবেশ অনন্যার। বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির যৌথ প্রয়াসে তৈরি হচ্ছে ছবিটি। ছবির অন্যতম প্রযোজক করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা,অপূর্ব মেহতা, চার্মি কৌর, হিরু যশ জোহর ও ছবির পরিচালক পুরী জগন্নাধ। ‘লাইগার – সালা ক্রসব্রিড’ ছবিটি মুক্তি পাচ্ছে ২০২২ সালের ২৫ অগস্ট।
