আন্তর্জাতিক

ফেসবুকের নাম পরিবর্তন হয়ে নতুন নাম রাখা হলো ‘মেটা’

বিউরো ঃ- নাম পরিবর্তন করা হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের। ‘মেটা’ নাম দেওয়া হয়েছে তার নতুন।

নতুন এ নাম ঘোষণা করেন বলে জানা যায় বৃহস্পতিবার ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।

কয়েকদিন যাবত এ গুঞ্জন চলছিল যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নাম পরিবর্তনের।

অবশেষে জাকারবার্গ ঘোষণা দেন ফেসবুকের নাম মেটা রাখার। একইসঙ্গে পেশ করেন তিনি মেটাভার্স সংযুক্ত করার বিস্তারিত পরিকল্পনা।

শুধুমাত্র তার সমস্যাযুক্ত সামাজিক নেটওয়ার্কের বাইরে ভবিষ্যতের প্রতিনিধিত্ব করার জন্য মূল কোম্পানির নাম পরিবর্তন করে “মেটা” করা হচ্ছে- এমনই জানিয়েছেন বৃহস্পতিবার ২৯ অক্টোবর ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গ।

ফেসবুক প্রধান জানিয়েছেন, আমরা অনেক কিছু শিখেছি সামাজিক সমস্যাগুলির সাথে লড়াই করে এবং বন্ধ প্ল্যাটফর্মের অধীনে জীবনযাপন করার থেকে এবং আমরা যা শিখেছি তা গ্রহণ করার এবং পরবর্তী অধ্যায় তৈরিতে সহায়তা করার এখন সময় এসেছে।

ফেসবুক তাদের নাম পরিবর্তনের ঘোষণা দেয় গত সপ্তাহে। তবে তা উল্লেখ করা হয়নি সেখানে নতুন কি নাম সেটা। বেশ কয়েকটি নাম আলোচনায় ছিল।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্থানীয় সময় রাত ১০টায় এক সভা অনুষ্ঠিত হয় সেই সভায় ফেসবুকের নতুন নাম ঘোষণা করা হয় মেটা।

২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি পথচলা শুরু করেছিল ফেসবুক। তারপর থেকে মার্ক জুকারবার্গের হাত ধরে ক্রমশ শাখা-প্রশাখা বিস্তার করেছে ফেসবুক।

ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অকুলাসের মতো শাখার পাশাপাশি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সবই এই মুহূর্তে ছিল মাদার কোম্পানি ফেসবুকের অধীনস্থ। কিন্তু নতুন নামকরণে নতুন পথচলা শুরুর ইঙ্গিত দিলেন মার্ক জুকারবার্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *