তনুশ্রী ভান্ডারী ডেক্স ঃ-প্রেম কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, আর সেই প্রেমের টানে বাংলাদেশে থেকে দীঘলটারী সীমান্ত পেরিয়ে ভারতে প্রেমিকের সাথে দেখা করতে এসে বিএসএফ১২৯ নম্বর ব্যাটেলিয়ান এর হাতে আটক এক বাংলাদেশি প্রেমিকা।
সাহেবগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে, শনিবার দীঘলটারী সীমান্তে বিকেল ৩ টে ১৫ মিনিট নাগাদ বাংলাদেশ সীমান্ত এলাকা ছাড়িয়ে কাঁটাতার পেরিয়ে ভারতের ভূখণ্ডে ঢোকার মুখেই বি এস এফ এর ১২৯ নম্বর ব্যাটেলিয়ান এর কর্মরত জওয়ানরা আটক করে ওই যুবতীকে।
ওই যুবতী জানায়, তার বাড়ি বাংলাদেশের বগুড়া জেলায়। প্রেমের সম্পর্ক তৈরি হয় কোচবিহার জেলার তুফানগঞ্জ এর এক যুবকের সঙ্গে। তার সঙ্গে দেখা করতেই কাঁটাতার পেরিয়ে ভারতের ভূখণ্ডে ঢোকার মুখেই দীঘলটারী সীমান্তে বিএসএফ জাওয়ানদের হাতে আটক হয় এই যুবতী। এরপর বিএসএফ জাওয়ানরা বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এ এই যুবতীর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন।
