রাজনৈতিক খবর

প্রশান্ত কিশোর এখনই রাজনৈতিক দল গড়ছেন না, তাহলে কী কংগ্রেসেই যোগ দেবেন পিকে?

তনুশ্রী ভান্ডারী ডেস্ক ঃ- প্রশান্ত কিশোর কী ফের কংগ্রেসের দিকেই ঝুঁকবেন ! তা অবশ্য এখনই বলা না গেলেও রাজনৈতিক ভাষ্যকাররা মনে করছেন প্রশান্ত কিশোরকে রাজনীতি করতে হলে কংগ্রেসেই যেতে হবে । তবে এই বিষয়টি আবার সামনে এসে গেল এই কারণে আজ বৃহস্পতিবার তিনি ঘোষণা করে দিলেন ‘জনসূরজ’ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা পরিবর্তনের মঞ্চ । যাঁরা পরিবর্তন চান তাঁরা এই মঞ্চে যোগ দিতে পারেন । তাই এ থেকে এটা স্পষ্ট হয়েছে যে, তিনি এখনই কোনো রাজনৈতিক দল তৈরি করছেন না । তবে ভবিষ্যতে রাজনীতি করবেন এটাও জানিয়ে দিয়েছেন । সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছিলেন তিনি বিশ্বাস করেন বিজেপিতে হারাতে হলে দ্বিতীয় ফ্রন্টই হারাতে পারবে । কংগ্রেস ছাড়া বিজেপি বিরোধী কোনো জোট হতে পারে না । বিবিসর সাংবাদিককের নানা প্রশ্নের মুখেও তিনি কংগ্রেস দল সর্ম্পকে একটিও বিরূপ মন্তব্য করেননি । এ থেকে স্পষ্ট হয়েছে পিকে এখনই কংগ্রেসকে চটাতে চাইছেন না ।

আজ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করে দিলেন পিকে। তিনি এদিন বলেন, আপাতত তাঁর লক্ষ্য যত বেশি সংখ্যক মানুষের সঙ্গে সম্ভব, কথা বলা। মানুষের সমস্যার কথা শোনা। প্রশান্ত কিশোর আগেই জানিয়েছিলেন, বিহার থেকেই নিজের রাজনৈতিক কেরিয়ারের নতুন ইনিংসটি শুরু করতে চান তিনি। সেই মতো আগামী ২ অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তী থেকে পদযাত্রা শুরু করবেন তিনি। ৩ হাজার কিলোমিটার দীর্ঘ হতে চলেছে পিকের সেই পদযাত্রা। ভোটকুশলীর দাবি, এই পদযাত্রা চলাকালীন তিনি নিজে যত বেশি সংখ্যক মানুষের সঙ্গে সম্ভব কথা বলবেন। সমাজের নামী মানুষের সঙ্গে দেখা করবেন। যাতে বিহারে ‘নতুন ভাবনা এবং নতুন প্রয়াস’ আনা যায়।
পিকের দাবি, এখনই তাঁর রাজনৈতিক দল তৈরির কোনও পরিকল্পনা নেই। বিহারে আগামী বছর চারেক নির্বাচন নেই। শুধু রাজনৈতিক দল গড়াটা যদি উদ্দেশ্য হত, তাহলে ভোটের ছ’মাস বা একবছর আগে গিয়ে তিনি দলের নাম ঘোষণা করতেন। আপাতত তিনি আগামী কয়েক বছর মানুষের কাছে যেতে চান এবং সাধারণ মানুষের কথা শুনতে চান। তারপর সকলের মত নিয়ে রাজনৈতিক প্লাটফর্মের ব্যাপারে ভাবনা-চিন্তা করবেন। পিকের টিম নাকি ইতিমধ্যেই ১৭ হাজার মানুষকে একত্রিত করেছে, যারা বিহারে সুশাসন চায় এবং পরিবর্তন চায়। আপাতত এঁদের নিয়েই কাজ করতে চান পিকে। শুধু তাই নয়, লালুপ্রসাদ যাদব এবং নীতীশ কুমারের (Nitish Kumar) গত ৩০ বছরের শাসনকালকে ঘুরিয়ে তোপও দেগেছেন তিনি। তাঁর অভিযোগ, এই দুই নেতার ‘চেষ্টা’ সত্ত্বেও একদা দেশের সবচেয়ে গৌরবশালী রাজ্য বিহার আজ সবদিক থেকেই পিছিয়ে পড়েছে। অর্থাৎ রাজনৈতিক দল খোলার সবরকম ইঙ্গিতই এদিন দিয়ে দিয়েছেন পিকে। তবে রাজনৈতিক মহলের ধারণা, নতুন দল তৈরির আগে জন্য জমি তৈরির জন্য কিছুটা সময় নিচ্ছেন ভোটকুশলী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *