ডায়মন্ড হারবারের প্রখ্যাত চিকিৎসক অরবিন্দ দাস প্রয়াত হলেন মঙ্গলবার সকালে।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।তাঁর প্রতিষ্ঠিত ডাক্তার দাশের নার্সিং হোমে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন।
ডায়মন্ড হারবার শহরে একসময় কোন নার্সিং হোম ছিল না।সরিষা সরকারি হাসপাতালে র চাকরি ছেড়ে দশ বেডের নার্সিং হোম শুরু করেন।বর্তমানে সেই নার্সিং হোম আধুনিক চিকিৎসা ব্যবস্থার একটি নামি প্রতিষ্ঠানে রূপ নেয়।
চিকিৎসার পাশাপাশি মানব সেবায় তিনি গড়ে তোলেন অনাথ আশ্রম।ছিলেন একজন সুরের সাধক।দরাজ গলায় গাইতেন রবীন্দ্র সঙ্গীত ও জীবনমুখী গান।তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ডায়মন্ড হারবারে ১৯৮৫সালে প্রথম বইমেলা অনুষ্ঠিত হয়।
রেখে গিয়েছেন একমাত্র কন্যা রিনি দাশকে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষ, ডায়মন্ড হারবার প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সাকিল আহমেদ,পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস প্রমুখ।সাংবাদিক সাকিল আহমেদ বলেন, সাপ্তাহিক সংবাদপত্র দি ডায়মন্ড টাইমসের সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনও করে ছিলেন দীর্ঘ এক দশক ধরে।
তিনি বলেন ডায়মন্ড হারবার শহর একজন গুণী মানুষকে হারালো।তাঁর আত্মার শান্তি কামনা করি।
মঙ্গলবার কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
ডায়মন্ড হারবারে নেমে আসে শোকের ছায়া।