তনুশ্রী ভাণ্ডারী, ডায়মন্ড হারবার:- আগামী ২৭ তারিখ হবে ডায়মন্ড হারবার সহ দক্ষিন ২৪ পরগনা জেলার সকল পুরসভার নির্বাচন l আর শুক্রবার এই পুরসভায় কারা লড়াই করবে তাদের নাম জানালো তৃণমূল।
পুরানো যারা কাউন্সিলার ছিলেন তাদের মধ্যে ৪জনকে এবার প্রার্থী করেছে তৃণমূল। সেই সঙ্গে দেওয়া হয়েছে ১২জন নতুন পার্থী।
এই বারের পার্থিবদের মধ্যে অনেক পার্থিব এমনও আছে যাদের নাম সকলের পরিচিত যেমন টাউন তৃণমূল সভাপতি অমিত সাহা এবং রাজশ্রী দাস, দেবকী হালদার, প্রনব দাস সহ আরো অনেকে।
ওয়ার্ড নম্বর ভিত্তিক প্রার্থীর নাম-
১ দিবেন্দু হালদার।
২ মঞ্জু হালদার।
৩ শুভ্রা হালদার।
৪ রাজশ্রী দাস।
৫ মৌমিতা দাস।
৬ রূপালী ভট্টাচার্য পাত্র।
৭ ডা: তমাল হালদার।
৮ মৃদুল হালদার ।
৯ স্বপন দাস ।
১০ মিরা হালদার
১১ অলোক হালদার।
১২ প্রণব দাস।
১৩ অমিত সাহা ।
১৪ পূজা সাহাl
১৫ পীযুষ কান্তি বারিক।
১৬ দেবকী হালদার ।
প্রার্থী তালিকা ঘোষণা হওয়ায় খুশি তৃণমূলের নতৃত্ব থেকে টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত সাহা।