জেলার খবর রাজনৈতিক খবর

পৌরসভার ৬নং ওয়ার্ড পক্ষ থেকে নেতৃত্ব রদ বদলের পরে, নতুন দায়িত্ব প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়।

নাজির সেখ, ডায়মন্ড হারবার- জেলা নেত্বৃত্যে রদ বদলের পরে নতুন দয়িত্ব প্রাপ্তদের সম্বর্ধনা জানানোর পাসা পাশি রাখিবেধে,মৃষ্টি মুখ করানো হয় ডা:হা:পৌরসভার ৬নম্বর ওয়ার্ড এবং ,সনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে ডায়মন্ড হারবার পৌরসভায়।উপস্থিত ছিলেন,ডা:হা:১নম্বর ব্লক সভাপতি ও পৌরসভার পর্যবেক্ষণ গৌতম অধিকারী, ডা:হা: জেলার মহিলা তৃণমূল যুব সভাপতি মনমহিনী বিশ্বাস,ডা:হা:পৌরসভার সভাপতি অমিত সাহা,৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পুতুল হালদার,১৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবকী হালদার,ডা:হা:মিউনিসিপ্যালিটির সভাপতি,সহ অনেকে। ডা: হা:১নম্বর ব্লক সভাপতি গৌতম অধিকারী এদিন বিরোধী রাজনৈতিক দল নিয়ে বলেন,পুর বোড দখল মানে জবরদস্তি দখল নয়,ভোটে মানুষকে সাথে নিয়ে দখল,
ওরা সব সময় মিথ্যাবাদী।এর আগে 2014 তে যা যা বলে গেল ,যা যা করেছে সব জন বিরোধী।আমাদের সরকার আমাদের দল যা যা বলেছে তা ভোটের পরেও মানুষের জন্য করেছে,আবার দুয়ারে সরকার চালু হয়েছে।
ডা:হা: পুরসভায় প্রায় ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে বলে জানান I, বিধানসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস প্রায় ১৪ টি ওয়াডে এগিয়ে আছে।
সব মিলে জেলার নতুন পদাধিকারীদের সম্বর্ধনা জানানোর পাসাপাসি সকল কে নিয়ে পথ চলার বার্তা দিলেন জেলা নেত্বৃত্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *