তনুশ্রী ভান্ডারী , ডায়মন্ড হারবার:- ফের আবারও করোনার বাড়বাড়ন্ত,তার মধ্যে ওমীক্রণের আতঙ্ক, তারই মাঝে সাধারণ মানুষকে রক্ষার্থে করোনা সচেতনতার প্রচারে নামলেন ডায়মন্ড হারবার টাউন তৃণমূল যুব কংগ্রেস I আজ ডায়মন্ড হারবার ১০নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ পল্লীতে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করে সচেতনতা প্রচার করলেন।পৌরসভার যুগ্ম কনভেনর সৌমেন তরফদার তিনি নিষিদ্ধ পল্লীর মহিলাদের নিজ হাতে মুখে মাস্ক পরিয়ে দিয়ে করোনার তৃতীয় ঢেউ আটকানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেন, যাতে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করেন সকলেই। পাশাপাশি সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে ১০নম্বর ওয়ার্ডে করোনার কন্ট্রোল রুম খোলা হয়েছে,যেকোন কোভিড আক্রান্ত ব্যাক্তির পাশে সবরকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই নাম্বার 8629956433 ফোন করলে পাওয়া যাবে I এদিন সচেতনতার প্রচারে সৌমেন তরফদারের সঙ্গে ছিলেন পৌরসভার প্রাক্তন চিয়ারম্যান মীরা হালদার,সহ তৃনমূলের সক্রিয়কর্মী বিশাল খেরে,মাসুদ শেখ শুরু করে ১০নম্বর ওয়ার্ডের আরও অনেকে। সৌমেন তরফদার বলেন টাউনে অধিকাংশই ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং যারা এখনো ভ্যাকসিন নিতে বাকি আছে তাদের দ্রুত ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদনও জানান ।
