বিউরো, ডায়মন্ড হারবার ঃ- দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার পৌরসভা এলাকায় তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হলে বিভ্রান্তি সৃষ্টি হয়। প্রকাশিত দুটি প্রার্থী তালিকা নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে, 9 নম্বর ওয়ার্ডের প্রথম প্রকাশিত তালিকা থাকা শিক্ষক স্বপন দাস,পাশাপাশি আরেকটি তালিকা ওই ওয়ার্ডের নাম ঘোষিত হয় এক্স কাউন্সিলর পূর্ণেন্দু সরকার। 4 নম্বর ওয়ার্ডে রাজশ্রী দাস এর নাম থাকলেও তাও আবার দ্বিতীয় তালিকায় নাম নেই। 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন চেয়ারম্যান মিরা হালদারের নাম থাকলেও দ্বিতীয়তে বাদ দিয়ে সৌমেন তরফদার এর নাম আসে। অন্যদিকে বাবা ও মেয়ে পৌরসভার প্রার্থী তালিকায় নাম আশায় তা নিয়ে গুঞ্জন শুরু হয়। 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন প্রণব কুমার দাস এখন প্রণব বাবু 12 নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন।মৌমিতা দাস, প্রণব কুমার দাস এর মেয়ে আবার 5 নম্বর ওয়ার্ডের প্রার্থী হন।
