তনুশ্রী ভান্ডারী ডেক্স ঃ- পরপর তিনটি কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন পেশোয়ারের এক তরুণী। কিন্তু বংশপ্রদীপ তো কেবল পুত্রসন্তানই জ্বালিয়ে রাখবে, পুত্রই চাই! এমনই দাবি পরিবারের। তাই চতুর্থবার অন্তঃসত্ত্বা হতেই তিনি ছুটেছিলেন এক ধর্মগুরুর কাছে। এবারটা যেন ছেলেই হয়! ধর্মগুরুও তেমনই, এটাই তো তাঁর ব্যবসা।
তিনি ওই তরুণীকে নির্দেশ দেন, একটি ৫ সেন্টিমিটার লম্বা ছুঁচোলো পেরেক মাথার উপর রেখে তার উপর ভারী হাতুড়ি দিয়ে আঘাত করতে হবে। ধর্মগুরুর কথা শুনে সেটাই করেছিলেন ওই মহিলা। এখন সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। জানা গেছে, কপাল ভেদ করে পাঁচ সেন্টিমিটার লম্বা পেরেকটি ঢুকে গেছে তাঁর মাথায়। তিনি নিজেই ঢুকিয়েছেন। ভাগ্যক্রমে মস্তিষ্কে আঘাত লাগেনি তাঁর! পেশোয়ারের ওই হাসপাতালের চিকিত্সক হায়দার খান জানান, সুফি ধর্মগুরুর কথা শুনে মাথায় পেরেক রেখে হাতুড়ি দিয়ে মারেন ওই মহিলা নিজেই। ফলে মাথায় গভীর আঘাত লেগেছে। অনেকটা গভীরে ঢুকে গিয়েছে পেরেকটি। প্রচুর রক্ত বেরিয়েছে। পেটের সন্তানেরও ক্ষতি হয়েছে। এবারেও তাঁর পেটে কন্যাসন্তানই রয়েছে। পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে, পলাতক ওই ধর্মগুরুর খোঁজ চলছে আপাতত।
