https://www.youtube.com/watch?v=wkaLvzRmL3s[/embed]
অঞ্জন শুকুল, নদীয়াঃ পারিবারিক অশান্তির জেরে ছেলেগুলি করল মাকে। ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়া থানার চন্দনপুরে। গুরুতর আহত ওই মহিলাকে বেথুয়া ডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে নাকাশিপাড়া থানার পুলিশ। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ওই মহিলাকে পাঠানো হয় শক্তিনগর জেলা হাসপাতালে। পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার বিকেলে বাবা ছেলের সঙ্গে গন্ডগোল সেই সময় ছেলে রাহুল শেখ মা পুন্নি বিবি কে ছররা গুলি করে। খবর পেয়ে নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাকে উদ্ধার করে বেথুয়া ডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়।এরপর নড়েচড়ে বসে পুলিশ প্রসাশন । অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করল নাকাশিপাড়া থানার পুলিশ ।
https://www.youtube.com/watch?v=wkaLvzRmL3s[/embedy